জাপোরিঝঝিয়ায় শক্তিশালী বিস্ফোরণ

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে পাহারায় এক রুশ সেনা
ছবি: রয়টার্স ফাইল ছবি

রাশিয়ানিয়ন্ত্রিত ইউক্রেনের জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারপাশে আবারও গোলাবর্ষণ শুরু হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে বিস্ফোরণে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিবৃতিতে গ্রোসি বলেন, ‘যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগজনক। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জায়গায় বিস্ফোরণ ঘটেছে, যা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’

ইউরোপের পারমাণবিক এই বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের জন্য ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। তবে ইউক্রেনের পারমাণবিক জ্বালানি প্রতিষ্ঠান এনারগোতামের পক্ষ থেকে রুশ বাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। এনারগোতাম বলেছে, গতকাল রোববার সকালে জাপোরিঝঝিয়ায় ১২টি হামলা হয়েছে। এতে পুরো বিশ্বের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পরপরই রুশ বাহিনী জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নেয়। এর আগেও বেশ কয়েকবার বিদ্যুৎকেন্দ্রে গোলাবর্ষণের জন্য একে অপরকে দোষারোপ করেছে রাশিয়া ও ইউক্রেন।

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে

এদিকে জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোগুলোতে রাশিয়ার ব্যাপক হামলার পরও বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির জ্বালানি মন্ত্রণালয় গত শনিবার এ কথা জানিয়েছে। এ ছাড়া দেশটির জ্বালানি খাতের বৃহত্তম বেসরকারি কোম্পানি ডিটিইকের প্রধানও পৃথকভাবে জানিয়েছেন, বিদ্যুৎ নিয়ে কোনো আতঙ্ক কিংবা কারও দেশ ছাড়ার প্রয়োজন নেই।

উল্লেখ্য, সাম্প্রতিক রুশ হামলায় দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর প্রায় অর্ধেক ধ্বংস হয়েছে বলে ইউক্রেন জানায়। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এক কোটির বেশি ইউক্রেনীয় বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।