ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ছুরি হামলায় নিহত ১

প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলার স্থানে পুলিশের সদস্যরা
ছবি: এএফপি

ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ারের কাছে পর্যটকদের ওপর হামলা চালিয়েছেন এক ব্যক্তি। হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এই তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড সাংবাদিকদের বলেন, হামলার ঘটনার পরপরই ২৬ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ফরাসি নাগরিক।

জেরাল্ড জানান, অন্য একটি হামলার পরিকল্পনার দায়ে এই সন্দেহভাজন ব্যক্তির ২০১৬ সালে চার বছরের কারাদণ্ড হয়েছিল। তিনি ফরাসি নিরাপত্তা সংস্থার নজরদারির তালিকায় (ওয়াচ লিস্ট) ছিলেন। তাঁর মানসিক ব্যাধি থাকার কথাও জানা যায়।

গতকালের হামলার ঘটনাটি ঘটে রাতে। আইফেল টাওয়ার থেকে কয়েক ফুট দূরে হামলাকারী ছুরি নিয়ে এক পর্যটক দম্পতির ওপর হামলা করেন। এ হামলায় এক জার্মান পর্যটক নিহত হন।

পরে হামলাকারীকে পুলিশ ধাওয়া করে। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার আগে হামলাকারী হাতুড়ি দিয়ে দুই ব্যক্তির ওপর হামলা করেন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিলেন। তিনি পুলিশকে বলেছেন, আফগানিস্তান ও ফিলিস্তিনে অনেক মুসলমান মারা যাচ্ছেন। তাই তিনি ক্ষুব্ধ ছিলেন। তিনি ফিলিস্তিনের গাজা পরিস্থিতি নিয়েও ক্ষুব্ধ ছিলেন।

ফ্রান্সের সন্ত্রাসবিরোধী কৌঁসুলির কার্যালয় বলেছে, এই হামলার ঘটনার তদন্তের দায়িত্ব তারা গ্রহণ করেছে।

২০২৪ সালের জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস শুরু হবে। বিশ্বের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা শুরুর আট মাসের কম সময় আগে প্যারিসে হামলার ঘটনাটি ঘটল। ফলে এই প্রতিযোগিতার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে পারে।