রাশিয়ার একটি সেনা সদর দপ্তর নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ভাগনারপ্রধানের

রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন
ছবি: এএফপি ফাইল ছবি

রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন। রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেওয়া এই নেতা আরও বলেছেন, তিনি ও তাঁর ২৫ হাজার যোদ্ধা ‘মৃত্যুর জন্য প্রস্তুত’ আছে।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা ভিডিওতে প্রিগোশিন বলেন, ‘এখন সকাল সাড়ে সাতটা (রাশিয়ার স্থানীয় সময়)। আমরা সদর দপ্তরের (সেনা সদর দপ্তর) ভেতরে আছি।’

একটি বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক এলাকাগুলো তাঁদের নিয়ন্ত্রণে আছে দাবি করেন প্রিগোশিন।

রোস্তভ-অন-দনে রাশিয়ার সামরিক সদর দপ্তরটিকে ইউক্রেনে হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ভাগনারপ্রধান বলেন, ইউক্রেনে অভিযান পরিচালনার জন্য উড়োজাহাজ চলাচল সচল আছে। এগুলো স্বাভাবিক নিয়মে ওঠানামা করছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে যা বলা হচ্ছে, তা বিশ্বাস না করার জন্য রুশ নাগরিকদের প্রতি আহ্বান জানান ভাগনারপ্রধান।

আজ এক অডিও বার্তায় ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন মস্কোর সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দেন। তিনি বলেন, তাঁর বাহিনীর যোদ্ধাদের ওপর হামলাকারী এসব সামরিক নেতাকে উৎখাতের জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবেন। এই নেতা বলেন, ‘আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এর শেষ দেখে ছাড়ব।

আমাদের এ চলার পথে যা কিছু বাধা হয়ে দাঁড়াবে, তার সবকিছুকে ধ্বংস করে দেব।’