ইউক্রেনের বাখমুত শহরে গত পাঁচ মাসের যুদ্ধে রাশিয়ার ২০ হাজারের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। এ সময়ে এখানে আহত হওয়া রাশিয়ার সেনাদের সংখ্যা ৮০ হাজার। আর নিহত সেনাদের অর্ধেকই ভাড়াটে যোদ্ধাদল ভাগনার গ্রুপের সদস্য।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সোমবার এমন ধারণা প্রকাশ করেছে হোয়াইট হাউস। এ নিয়ে কথা বলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তবে গোয়েন্দারা কিসের ভিত্তিতে রাশিয়ার সেনাদের হতাহতের এ সংখ্যা ঠিক করছেন তা তিনি পরিষ্কার করেননি। হোয়াইটা হাউসের দেওয়া এ তথ্যের সত্যতা যাচাইয়ে মস্কোর কোনো মন্তব্যও পাওয়া যায়নি।
ইউক্রেনের হতাহত সেনাদের সংখ্যার বিষয়ে কিছু বলেনি হোয়াইট হাউস। এ ব্যাপারে জন কিরবির বক্তব্য, ‘এখানে ইউক্রেন হলো ভুক্তভোগী। আর রাশিয়া হলো আগ্রাসী।’
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর বাখমুত। যুদ্ধের আগে সেখানকার বাসিন্দার সংখ্যা ছিল ৭০ হাজারের মতো। অথচ এ যুদ্ধে উভয় পক্ষের কাছে এ শহরের নিয়ন্ত্রণ নেওয়ার বিশাল প্রতীকী গুরুত্ব রয়েছে। গত বছর থেকে রাশিয়া শহরটি দখলে নেওয়ায় চেষ্টায় বিভোর।
বর্তমানে বাখমুতের ছোট্ট একটা অংশ ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখান থেকেই তাঁরা রাশিয়ার সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছেন। ইউক্রেনের কর্মকর্তাদের ভাষ্য, বাখমুতে তারা যতটা সম্ভব রাশিয়ার সেনাদের বধ করতে ও তাঁদের মজুত করা যুদ্ধাস্ত্র ধ্বংস করতে কাজ করছে।
জন কিরবি বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়া বাস্তবে কোনো কৌশলগত জয় লাভ করতে পারেনি। তারা নির্দিষ্ট কোনো অঞ্চলও নিজেদের করায়ত্তে নিতে পারেনি। বাখমুত নিয়ন্ত্রণের মধ্য দিয়ে তাদের দনবাস দখলের চেষ্টাও ব্যর্থ হয়েছে।