লন্ডনে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ৪ জুলাই
লন্ডনে ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের সারি। ৪ জুলাই

যুক্তরাজ্যে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ১০টায়।

 এবারের নির্বাচনে যুক্তরাজ্যজুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট দেন। মোট ভোটারের সংখ্যা ছিল ৪ কোটি ৬০ লাখ।

ভোট হয়েছে পার্লামেন্টের ৬৫০টি আসনে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যেকোনো দলকে এককভাবে ৩২৬টি আসনে জয় পেতে হবে।

বুথ ফেরত জরিপ বলছে, কিয়ার স্টারমারের লেবার পার্টি ৪১০টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে রয়েছে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক ভোট গণনার মধ্য দিয়ে তা নিশ্চিত হওয়া যাবে।

নির্বাচনের আগেও একাধিক জনমত জরিপে লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। জরিপের ফল বাস্তব হলে, বিদায় নিতে হবে কনজারভেটিভ দলের নেতা ও প্রধানমন্ত্রী ঋষি সুনাককে।

স্থানীয় সময় রাত সাড়ে ১১টা থেকে ভোটের ফল ঘোষণা শুরু হতে পারে। ঘণ্টা দুয়েকের মধ্যে জানা যেতে পারে ৪৪০টি আসনের ফল। শুক্রবার সকাল আটটার মধ্যে সবগুলো আসনের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এবারের পার্লামেন্ট নির্বাচনে নিবন্ধিত ৯৮টি রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীসহ রেকর্ড ৪ হাজার ৫২৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। ভোটের লড়াইয়ে রয়েছেন লেবার পার্টির আট জনসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৩৪ প্রার্থী।