রাশিয়ায় বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ বুধবার এই হামলা চালানো হয় বলে জানান রুশ কর্মকর্তারা।
রুশ কর্মকর্তারা বলেছেন, ক্রেমলিন থেকে প্রায় ৩৮ কিলোমিটার দক্ষিণে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এ ছাড়া ব্রায়ানস্ক অঞ্চলের সীমান্তে ধ্বংস করা হয়েছে ১৫টি ড্রোন।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা আদান-প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন,তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এগুলো রাজধানী মস্কোয় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মস্কো অঞ্চলের পোডলস্ক শহরে এগুলো ভূপাতিত করা হয়।
মস্কোর মেয়র আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে, সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি।
রুশ বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়, তুলা অঞ্চলে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো অঞ্চলের পাশেই এটির অবস্থান।
রাশিয়ার দক্ষিণ-পশ্চিমের রোস্তভ অঞ্চলের গভর্নর ভাসিলি গোলাবেভ বলেন, তাঁর এলাকাকে লক্ষ্যবস্তু করে ইউক্রেনের পাঠানো একটি ড্রোন ধ্বংস করেছে আকাশ প্রতিরক্ষা বাহিনী। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন পাঠিয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এ-সংক্রান্ত বিভিন্ন খবরাখবরের সত্যতা তাৎক্ষণিক ও নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ইউক্রেনীয় কর্তৃপক্ষ।
সাম্প্রতিক মাসগুলোয় রুশ ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইউক্রেন। দেশটির উদ্দেশ্য যুদ্ধের ক্ষেত্রে রাশিয়ার ব্যবহৃত প্রধান প্রধান অবকাঠামো ধ্বংস করে দেওয়া। এ ছাড়া অব্যাহত রুশ হামলার জবাব হিসেবেও কাজ করছে ইউক্রেনের এসব পাল্টা হামলা।