১২টায় আলোচনায় বসবে রাশিয়া ও ইউক্রেন

ইউক্রেনের সঙ্গে রাশিয়া স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আলোচনার টেবিলে বসতে পারবে বলে জানিয়েছেন দেশটির প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি। দেশটির বার্তা সংস্থা তাসের খবরে এ তথ্য জানানো হয়। বেলারুশের গোমেল অঞ্চলে এ বৈঠক হবে।

ভ্লাদিমির মেদিনস্কি বলেন, ‘আমরা মাত্রই খবর পেলাম, ইউক্রেনের প্রতিনিধিদল এক ঘণ্টার মধ্যে পৌঁছাবে। তাই আমরা ১২টা নাগাদ আলোচনার টেবিলে বসতে পারব।’

ভ্লাদিমির মেদিনস্কি আরও বলেন, ‘আমরা সারা রাত জেগে তাদের অপেক্ষায় ছিলাম। দুর্ভাগ্যবশত রাতভর তারা একাধিকবার তাদের আসার সময় পরিবর্তন করেছে।’

এদিকে আল-জাজিরার খবরে বলা হয়, ইউক্রেনের প্রতিনিধিদলটিও আলোচনা করতে ইউক্রেন-বেলারুশ সীমান্তে পৌঁছেছে।

কিয়েভ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের প্রতিনিধিদলে প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ, প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াকসহ অনেকেই রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, আলোচনার মূল বিষয়বস্তু হবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের একটি প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে শর্তহীন বৈঠকে বসবে বলে আমরা একমত হয়েছি।’

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বেলারুশে আলোচনায় বসতে রাজি হননি। তাঁর ভাষ্যমতে, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি করতেন না।