রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সাইবার অপরাধীদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে প্রস্তুত তাঁর দেশ। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা তাসের খবরে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, এ নিয়ে রাষ্ট্রীয় টিভি চ্যানেল রোসসিয়া-১-কে পুতিন বলেছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র—দুই দেশকেই এ বিষয়ে সমান প্রতিশ্রুতি দিতে হবে। রাশিয়া স্বাভাবিকভাবেই এটা করবে, যদি যুক্তরাষ্ট্রও পাল্টা পদক্ষেপ নেয়। এ ছাড়া রাশিয়ায় অপরাধী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
সুইজারল্যান্ডের জেনেভায় ১৬ জুন পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ বৈঠকের আগে এমন বার্তা দিলেন পুতিন।
আসন্ন এ বৈঠক নিয়ে বাইডেনও কথা বলেছেন। যুক্তরাজ্যে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বাইডেন বলেন, পুতিন এর আগে যেসব মন্তব্য করেছেন, তাতে তিনি উৎসাহিত এবং সমঝোতা সম্ভব। তবে তিনি একই সঙ্গে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন যে পুতিন তাঁর আচরণ পরিবর্তন করে থাকেন।
এদিকে পুতিন ও বাইডেনের বৈঠক প্রসঙ্গে এর আগেই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, যেসব সাইবার হামলা হয়েছে, তা নিয়ে দুই নেতার বৈঠকে আলোচনা হবে।
নেড প্রাইস বলেন, ‘রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে যে সাইবার হামলা চালানো হয়েছে, সে বিষয়গুলো এর আগেই আমরা উত্থাপন করেছি। হোয়াইট হাউস থেকে আপনারা যেমন শুনেছেন যে দুই নেতা যখন আলোচনায় বসবেন, তখন এই বিষয়টি নিয়ে কথা হবে।’
এদিকে রোসসিয়া-১ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে পুতিন বলেছেন, তিনি আশা করছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আবারও স্বাভাবিক হবে।