ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা প্রসঙ্গে

সত্যি বলতে, সবাই ভয় পায়: জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি
ছবি : রয়টার্স

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পায় বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, অন্যান্য রাষ্ট্রগুলো ইউক্রেনের ন্যাটোতে যোগদানকে সমর্থন করতে ‘ভয়’ পেয়েছিল। খবর সিএনএন

ভিডিওতে জেলেনস্কিকে বেশ অস্থির ও ক্লান্ত দেখাচ্ছিল। জেলেনস্কি বলেন, ‘ন্যাটোতে ইউক্রেনের যোগদানের নিশ্চয়তা দিতে কে প্রস্তুত? সত্যি বলতে, সবাই ভয় পায়।’
জেলেনস্কি জানান, রাশিয়ার হামলার পর গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের অন্তত ১৩৭ জন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় ৩১৬ জন।

ইউক্রেনের ন্যাটোতে যোগদানে বিষয়ে বন্ধু দেশগুলোর সহায়তা পাননি উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আমি সবাইকে জিজ্ঞেস করেছি, তারা আমাদের সঙ্গে আছে কি না। তারা বলেছে, তারা আমাদের সঙ্গে আছে, কিন্তু আমাদের তাদের জোটে নিতে প্রস্তুত নয়।’

বিশ্বনেতাদের কেউ যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করতে রাজি নয় বলে অভিযোগ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘বিদেশি নেতাদের সঙ্গে অনেকবার আমার কথা হয়েছে।তাদের অনেক আশার কথা শুনেছি। প্রথমটি হলো, তারা আমাদের সঙ্গে আছে, আমাদের সমর্থন করছে। আমি প্রতিটি রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ যারা আমাদের শুধু কথায় নয়, কাজেও সাহায্য করেছে। কিন্তু আমাদের দেশের আত্মরক্ষার বিষয়টি সামনে আসার পর সবাই আমাদের একা করে দিয়েছে। কে আমাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত? সত্যি কথা বলতে, আমি কাউকে দেখছি না।’

ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে সবাই ভয় পাচ্ছে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা হবে কি না-এ বিষয়ে আজ আমি ইউরোপের ২৭ জন নেতার সঙ্গে কথা বলেছি। আমি তাদের সরাসরি জিজ্ঞেস করেছি। সবাই ভীত, কেউ উত্তর দেয়নি। কিন্তু আমরা ভয় পাই না। আমরা কিছুতেই ভয় পাই না।’