জার্মানিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ এপ্রিল লকডাউন শুরুর পর প্রথম সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেলুন আগের মতো চলবে না। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অনেক নিয়ম-কানুন মানতে হবে। করোনার ঝুঁকি এড়াতে হাসি মুখে মেনে নিতে হবে 'হ্যাপা'।
৫ মে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, লকডাউন শিথিলের পর কীভাবে সেলুন চালানো যাবে, এসব নিয়ম-কানুন বলে দিয়েছে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির অর্থনীতি ও সমাজবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে।
বিধিতে বলা হয়েছে, গ্রাহক সেলুনে গিয়ে সেবার অপেক্ষায় বসে থাকতে পারবেন না। সেলুনে গিয়ে অপেক্ষায় থাকার ব্যাপারটি এড়াতে গ্রাহককে আগেই অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ছাড়া সেলুনে চুল কাটা যাবে না।
সেলুনে প্রবেশের সময় গ্রাহককে অবশ্যই তাঁদের হাত ধুয়ে নিতে হবে। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। সেলুনে গ্রাহকদের মধ্যে ১ দশমিক ৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে।
গ্রাহকের চুল ধুয়ে জীবাণু দূর করার আগ পর্যন্ত নরসুন্দরকে হাতে গ্লাভস পরতে হবে।
নরসুন্দর ও গ্রাহকের মধ্যে মুখোমুখি কথা চলবে না। চুলের স্টাইল, রং ইত্যাদি নিয়ে কথা হবে আয়নার মাধ্যমে। অথবা ন্যূনতম দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে।
যথাসম্ভব ব্লো-ড্রাই বা ড্রাই কাট চলবে না। সেলুনে সতেজ বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
একজন গ্রাহকের চুল কাটা হয়ে গেলে ব্যবহৃত কাঁচি ও অন্যান্য সরঞ্জাম অবশ্যই পুরোপুরি জীবাণুমুক্ত করে নিতে হবে। এমনকি চেয়ারও জীবাণুমুক্ত করতে হবে।
চুলকাটার কাজে প্রতিবার ব্যবহারের পর কাপড় অবশ্যই ধুয়ে দিতে হবে। সম্ভব হলে ডিসপোসেবল কাপড় ব্যবহার করতে হবে। সেলুনে গ্রাহকের নাম-ঠিকানা লিখে রাখতে হবে, যাতে সংক্রমণ হলে প্রত্যেককে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া যায়।