পশ্চিম ইউক্রেনের একটি প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেশ কিছু সংখ্যক ‘ভাড়াটে যোদ্ধা’ হত্যা করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিয়ার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনাশেঙ্কভ বলেছেন, অত্যন্ত নির্ভুলভাবে চালানো ওই ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক ইউক্রেনীয় এবং ভাড়াটে যোদ্ধা নিহত হয়েছে। জাইতোমির ওব্লাস্ত প্রদেশের ওভরোচ এলাকার একটি প্রশিক্ষণকেন্দ্রের কাছে এই হামলা চালানো হয়।
কোনাশেঙ্কভ বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে অত্যন্ত নির্ভুলভাবে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ওই প্রশিক্ষণকেন্দ্রে বিদেশি ভাড়াটে যোদ্ধারাও অবস্থান করছিল বলে দাবি করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এখন পর্যন্ত সাত শতাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে অর্ধশতাধিক শিশু। সম্প্রতি জাতিসংঘের পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান রোজমেরি ডিকার্লো নিরাপত্তা পরিষদে এ হিসাব দেন। তবে প্রকৃত নিহতের সংখ্যা বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।