রাশিয়ায় নিজ দেশের পক্ষে গুপ্তচরবৃত্তি করার দায়ে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন কর্মকর্তা পল হোয়েলানকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন মস্কোর একটি আদালত। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে এই সাজা ঘোষণার পর একে মানবাধিকারের ভয়ানক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, এটি দুই দেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি হোয়েলান যুক্তরাজ্য, কানাডা ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারী। ২০১৮ সালের ২৮ ডিসেম্বর তাঁকে মস্কোর একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রাশিয়ার ফেডারেল নিরাপত্তা সার্ভিস।
রাশিয়া বলেছে, হোয়েলানকে (৫০) গোপন তথ্য ধারণকৃত একটি কম্পিউটারের ফ্লাশ ড্রাইভসহ হাতেনাতে আটক করা হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করে সাবেক এই মার্কিন মেরিন বলেন, তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। তাঁর পরিচিত রাশিয়ার এক ব্যক্তি তাঁকে ডিভাইসটি দেন, যেখানে ছুটির দিনের কিছু ছবি ছিল।