ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ফ্রান্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর এক সহকর্মী। ফ্রান্স ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
নিহত ওই সাংবাদিকের নাম ফ্রেডেরিক লেক্লের্ক-ইমহফ। তিনি ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম-এ কাজ করতেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দ্বিতীয়বারের মতো দেশটিতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি।
সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সোমবার একটি টুইট করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি বলেন, ফ্রেডেরিক লেক্লের্ক-ইমহফ যুদ্ধের বাস্তবতা তুলে ধরতে ইউক্রেনে গিয়েছিলেন। রাশিয়ার হামলা থেকে বাঁচতে একটি বাসে করে নিজ এলাকা ছেড়ে যাচ্ছিলেন বেসামরিক লোকজন। তাঁদের সঙ্গে ফ্রেডেরিকও ছিলেন। এ সময় বোমার আঘাতে গুরুতর আহত হন তিনি।
ফ্রেডেরিকের মৃত্যু নিয়ে আলাদা দুটি বিবৃতি দিয়েছে ইউক্রেন ও ফ্রান্স। বিবৃতিগুলোতে বলা হয়, তিনি পূর্ব ইউক্রেনের সেভেরোদোনেৎস্ক শহরের কাছে অবস্থান করছিলেন। শহরটির দখল নিতে সম্প্রতি হামলা জোরদার করেছে রাশিয়া। চলছে দফায় দফায় বোমাবর্ষণ।
বিএফএম টেলিভিশন চ্যানেলের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়ার বোমায় ফ্রেডেরিখের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সহকর্মী ম্যাক্সিম ব্র্যান্ডসট্যায়েটার আহত হন। তবে তাঁদের সঙ্গে থাকা স্থানীয় সহকারী ওকসানা লেউতা আঘাত পাননি।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর দেশটিতে দায়িত্ব পালনের সময় অন্তত আটজন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানায়, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস।