রাশিয়ার বিরুদ্ধে এখনো ৭ লাখ সেনা লড়ছে: জেলেনস্কি

ইউক্রেনের রাস্তায় দেশটির সেনাবাহিনীর টহল
ছবি: এএফপি

রুশ বাহিনীর বিরুদ্ধে এখনো সাত লাখ ইউক্রেনীয় সেনা লড়াই করছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর ইউরো নিউজের।

গতকাল শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের সাত লাখ সেনা এখনো সক্রিয়ভাবে দেশরক্ষার কাজ করছেন।

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, ১ লাখ থেকে ১ লাখ ৯০ হাজার সেনা নিয়ে ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী।

যুদ্ধ শুরুর তিন মাস পর এসে এখন ইউক্রেনে রাশিয়ার কত সেনা সক্রিয়ভাবে লড়াই করছেন, তার প্রকৃত হিসাব আর পাওয়া যাচ্ছে না বলেও জানানো হয়েছে।

এদিকে মারিউপোলে আজভস্তাল ইস্পাত কারখানায় শেষ ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের পর এখন রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে।

যুদ্ধের প্রথম ধাপে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। এরপর ২৯ এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় মস্কো। দ্বিতীয় ধাপের এ যুদ্ধে রাশিয়ার লক্ষ্য ইউক্রেনের দক্ষিণ ও পূর্বের দনবাস অঞ্চল দখল করা। হামলা শুরুর আগে দনবাসের দুই স্বঘোষিত প্রজাতন্ত্রকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় মস্কো।

প্রায় তিন মাস ধরে চলা এ যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনীর ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। প্রাণ হারিয়েছেন দেশটির বেশ কয়েকজন শীর্ষ জেনারেল। এ ছাড়া যুদ্ধে রাশিয়ার সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে বেসামরিক নাগরিকদের ঐক্যবদ্ধ করে রুশ বাহিনীর বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন।