আমস্টারডামের সিফল বিমানবন্দরে গত শুক্রবার সশস্ত্র পুলিশের পাহারা
আমস্টারডামের সিফল বিমানবন্দরে গত শুক্রবার সশস্ত্র পুলিশের পাহারা

করোনাভাইরাসের সংক্রমণ

যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী বিমানের ফ্লাইট বন্ধ করল নেদারল্যান্ডস

যুক্তরাজ্যে করোনাভাইরাস (কোভিড–১৯) সংক্রমণের দ্বিতীয় দফা ঢেউ দ্রুত ছড়িয়ে পড়তে থাকায় দেশটি থেকে যাত্রীবাহী উড়োজাহাজের সব ফ্লাইট আজ রোববার থেকে বন্ধ করে দিচ্ছে নেদারল্যান্ডস। খবর রয়টার্সের।

নেদারল্যান্ডস সরকার এক বিবৃতিতে বলেছে, যুক্তরাজ্য থেকে নেদারল্যান্ডসে আসা যাত্রীবাহী উড়োজাহাজের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আগামী ১ জানুয়ারি পর্যন্ত বহাল থাকবে। সরকার বলেছে, করোনার হালনাগাদ পরিস্থিতির ওপর নজরদারি রাখা হচ্ছে ও অন্যান্য পরিবহন খাতেও বাড়তি পদক্ষেপ গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানায়, চলতি ডিসেম্বরের শুরুতে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণের যে ধরন পরিলক্ষিত হয়েছে, তা যুক্তরাজ্যে পাওয়া এই ভাইরাসের প্রকৃতির অনুরূপ। এমন পরিস্থিতিতে একেবারে অপরিহার্য না হলে দেশবাসীকে ভ্রমণে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

গত শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও দেশটির কয়েকজন বিজ্ঞানী সতর্ক করে বলেছেন, করোনার নতুন রূপ প্রথম ধাপের চেয়েও মারাত্মক। ভাইরাসের এ নতুন ধরন আগের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক।

নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানায়, চলতি ডিসেম্বরের শুরুতে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণের যে ধরন পরিলক্ষিত হয়েছে, তা যুক্তরাজ্যে পাওয়া এই ভাইরাসের প্রকৃতির অনুরূপ। এমন পরিস্থিতিতে একেবারে অপরিহার্য না হলে দেশবাসীকে ভ্রমণে বের না হওয়ারও পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিনই জনসন আরও বলেন, লন্ডন ও দক্ষিণ–পূর্ব ইংল্যান্ডে তিন স্তরের সতর্কতামূলক ব্যবস্থা এখন থেকে চার স্তরে উন্নীত করা হলো। বরিস ও বিজ্ঞানীদের এমন সতর্কবাণীর পর যুক্তরাজ্য থেকে যাত্রীবাহী উড়োজাহাজ আসা বন্ধ করে দিয়েছে নেদারল্যান্ডস।