মারিউপোলে ১০ হাজার বেসামরিকের মৃত্যু হয়েছে, দাবি স্থানীয় মেয়রের

মারিউপোলের একটি বিধ্বস্ত এলাকা
ছবি: রয়টার্স

ইউক্রেনের অবরুদ্ধ শহর মারিউপোলের মেয়র দাবি করেছেন, রুশ হামলা শুরুর পর থেকে দক্ষিণাঞ্চলীয় এ বন্দরনগরীর অন্তত ১০ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এক মার্কিন বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। খবর বিবিসির।

ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের মাঝে মারিউপোলের অবস্থান। এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই অব্যাহত রয়েছে।

সোমবার মারিউপোল শহরের বাইরের একটি অজ্ঞাত স্থান থেকে মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন শহরটির মেয়র ভাদিম বয়চেঙ্কো। তিনি দাবি করেন, মারিউপোল শহরের রাস্তায় রাস্তায় মরদেহ পড়ে আছে। রুশ সেনারা মরদেহগুলোকে একটি শপিং সেন্টারের ফ্রিজে সংরক্ষণ করছে। বয়চেঙ্কো বলেন, ‘ট্রাককে ভ্রাম্যমাণ শ্মশানে পরিণত করা হয়েছে। এর দরজা খুললেই দেখা যায়, ভেতরে একটি পাইপ আছে। মরদেহগুলো পোড়ানো হয় সেখানে।’

মারিউপোলের মেয়র আরও বলেছেন, মারিউপোলে এখনো ১ লাখ ২০ হাজার বেসামরিক নাগরিক অবস্থান করছে। তাদের জন্য জরুরি ভিত্তিতে খাবার, পানি ও ওষুধ দরকার বলে উল্লেখ করেছেন তিনি। মারিউপোলের মেয়রের দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। বিভিন্ন সূত্রের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ দাবিগুলো করেছেন মেয়র।