বারবার ফোন করেও মাকে পাচ্ছিলেন না ছেলে। অনেক চেষ্টার পরও যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানান তিনি। গত বুধবার ঘর থেকে মায়ের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। খবর এএফপির।
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আগদ্য এলাকায় এ ঘটনা ঘটেছে। ৭৭ বছর বয়সী ওই নারী অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। সরকারি কৌঁসুলি জানান, এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কৌঁসুলি রাফায়েল ব্যালান্ড এএফপিকে বলেন, আটক ৫১ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে বৃদ্ধার পরিচয় ছিল।
ছেলে জানান, মায়ের ওই বাড়ির সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত ছিলেন তিনি। একসময় তিনি মেঝেতে একটি ছায়া দেখতে পেয়েছিলেন।
সূত্র অনুযায়ী, মায়ের বিচ্ছিন্ন মাথাটি ছিল টেবিলে। এর পাশে পড়েছিল শরীরের বাকি অংশ। তবে বাইরের দরজা ভাঙার কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ছাড়া বাড়ির মূল ফটক বন্ধ ছিল, তবে খোলা ছিল ঘরের সামনের দরজা।