প্রাপ্তবয়স্ক সবার জন্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল সোমবার আমস্টারডামভিত্তিক ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়।
ইএমএর এই অনুমোদনের ফলে ইইউভুক্ত দেশগুলোয় ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সী সবার জন্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার পথ উন্মুক্ত হলো। তবে এ বিষয়ে জাতীয় পর্যায়ের জনস্বাস্থ্য সংস্থাগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইএমএ।
ফাইজার-বায়োএনটেকের প্রথম-দ্বিতীয় ডোজের সমন্বয়ে পূর্ণ ডোজ দেওয়ার পর একটা পর্যায়ে টিকার সুরক্ষা ক্ষমতা কমে যেতে পারে—এমন উদ্বেগের মধ্যে বুস্টার ডোজের অনুমোদন দিল ইএমএ।
ইএমএ এক বিবৃতিতে বলেছে, ১৮ বছর ও তার বেশি বয়সীদের জন্য ফাইজার-বায়োএনটেকের বুস্টার ডোজ প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। এ টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত ছয় মাস পর তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেয়। একই সঙ্গে দেশটিতে গুরুতর রোগের উচ্চ ঝুঁকিতে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও করোনায় সংক্রমিত হওয়ার উচ্চ ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও এই টিকার বুস্টার ডোজ ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।