ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

পোল্যান্ডে মেরে ফেলা হচ্ছে ৯ লাখ মুরগি

পোল্যান্ডে একধরনের বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় সেখানকার একটি খামারের ৯ লাখের বেশি মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছে। গত মঙ্গলবার এই বার্ড ফ্লু সম্পর্কে জানা গেছে। স্থানীয় পশু চিকিৎসা কর্তৃপক্ষের বরাত দিয়ে পোল্যান্ডের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিএপি এই তথ্য নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পোল্যান্ডে রোনিওয়েই নামের একটি গ্রামে এইচ৫এন৮ বার্ড ফ্লু দেখা দিয়েছে। এ নিয়ে পোল্যান্ডে চলতি বছর ৩৩তম বারের মতো এই ফ্লু দেখা দিল। স্থানীয় পশু চিকিৎসা কর্তৃপক্ষ বলছে, সেখানে একটি খামারে ৯ লাখ ৩০ হাজার মুরগি রয়েছে। এই খামারের পেছন দিকে একটি খাল আছে। এ ছাড়া কিছু কৃষিজমিও রয়েছে কাছাকাছি। সেখানে বন্য পাখির চলাচল রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকেই মুরগি মেরে ফেলার এ কার্যক্রম শুরু হওয়ার কথা। এই কার্যক্রম ছয় দিন ধরে চলবে। এই ফ্লু মানুষের মধ্যে ছড়ানোর ঝুঁকি কম। তবে এর আগে যখন পাখিদের একটি খামারে এই ফ্লু ছড়িয়েছিল, তখন তা নিয়ন্ত্রণে আনতে ব্যাপক নিধন চালাতে হয়েছিল।

কিছুদিন আগে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জার্মানির একটি খামারের প্রায় ৭০ হাজার মুরগি মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর আগে ডেনমার্কে একই ধরনের বার্ড ফ্লুর উপস্থিতি পাওয়ার পর প্রায় ২৫ হাজার মুরগি মেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।

রয়টার্স বলছে, কয়েক সপ্তাহ ধরেই ইউরোপে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে।

ধারণা করা হচ্ছে, বন্য পাখির মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, এই বার্ড ফ্লু মানুষের জন্য খুব একটা ঝুঁকিপূর্ণ নয়।