পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

ইউক্রেনের বুচা শহরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আজ বুধবার এ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হতে পারেন। বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহর থেকে রুশ সেনারা চলে যাওয়ার পর স্থানীয় মেয়র জানান, শহরের বিভিন্ন সড়কে মরদেহ পড়ে রয়েছে।মরদেহগুলোকে গণকবর দেওয়া হচ্ছে। এ ঘটনায় রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ খুঁজতে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে দেশটি। তবে রাশিয়া বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ অস্বীকার করেছে। বুচা শহরে রাশিয়ার সেনারা যুদ্ধাপরাধ করেছেন, এমন অভিযোগ তুলে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ায় নতুন বিনিয়োগ নিষিদ্ধ করতে পারে। রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করতে পারে দেশটি। পাশাপাশি ক্রেমলিনের কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যদের ওপরও জারি হতে পারে নিষেধাজ্ঞা।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দুই মেয়ে এবং রাশিয়ার বৃহত্তম ব্যাংক সোবারব্যাংকের ওপর বাড়তি নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে ওয়াশিংটন।

ইউরোপীয় ইউনিয়নের দূতেরা আজ বুধবার রাশিয়ার ওপর পঞ্চম ধাপের নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা নিয়ে পর্যালোচনা করবেন। ওই পরিকল্পনা অনুযায়ী, রাশিয়ার কয়লা আমদানি নিষিদ্ধ করার কথা ভাবছে ইইউ। রাশিয়ার মালিকানাধীন ও পরিচালনাধীন বেশির ভাগ জাহাজকে ইইউর বন্দর ব্যবহার থেকে প্রতিহত করার কথাও ভাবা হচ্ছে।

ইউক্রেনে হামলার শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা বিশ্ব। রাশিয়ার পণ্য, সেবা, সম্পত্তি, ব্যাংক রিজার্ভ, লেনদেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। তবে রাশিয়ার দাবি, ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করতে হবে এবং ইউক্রেন কখনোই মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দিতে পারবে না।