পশ্চিমা, বিশেষ করে ইউরোপের সংবাদমাধ্যমগুলোয় গুজব উঠেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গুরুতর অসুস্থ। বলা হচ্ছে, পুতিন ক্যানসারে আক্রান্ত। তবে তাঁর অসুস্থতার গুজব উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট পুতিন সুস্থ। তিনি প্রতিদিনই জনসমক্ষে আসছেন।
বিবিসি বলছে, ফ্রেঞ্চ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সের্গেই লাভরভ। তিনি বলেন, ‘পুতিনের মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখতে পাবেন না।’
আগামী অক্টোবরে পুতিন ৭০ বছরে পা দেবেন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান সত্যতা যাচাই করতে পারেনি—এমন প্রতিবেদনের বরাত দিয়ে দাবি করেছে, পুতিন ক্যানসার অথবা পারকিনসন রোগে আক্রান্ত। এ ছাড়া এমন গুঞ্জন শোনা যাচ্ছে, পুতিনকে ক্ষমতাচ্যুত করতে অভ্যুত্থানের চেষ্টাও হয়েছে। কিছু ট্যাবলয়েড ম্যাগাজিন তো আরও এক ধাপ এগিয়ে। এসব ম্যাগাজিন বলছে, পুতিন মারা গেছেন। তাঁর মতো দেখতে একজনকে বসিয়ে দৈনন্দিন কাজ করা হচ্ছে।
পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন। এ ছাড়া রাশিয়ার নিরাপত্তা পরিষদের একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তিনি। তবে নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছে ভার্চ্যুয়ালি।
পুতিন নিয়মিত জনসমক্ষে আসছেন জানিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, ‘আমি মনে করি না, বিবেকবান ব্যক্তিরা তাঁর মধ্যে কোনো ধরনের অসুস্থতা কিংবা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতির প্রসঙ্গে লাভরভ বলেন, ‘আপনি তাঁকে অনলাইনে, পড়তে ও বক্তব্য দিতে দেখবেন।’
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে প্রতিনিয়ত দেখা যাচ্ছে। এটা দেখেও তাঁর অসুস্থতা নিয়ে গুজব ছড়াচ্ছে। প্রতিদিন সবকিছু দেখেশুনেও যাঁরা এ ধরনের গুজব ছড়াচ্ছেন, তাঁদের বিবেকের ওপরই বিষয়টি ছেড়ে দিচ্ছি।’
যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট পুতিন গুরুতর অসুস্থ ছিলেন। তবে এটা নতুন নয়। সাম্প্রতিক সময়ে পুতিনকে নিয়ে প্রায়ই এমন গুঞ্জন শোনা যায়।