রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

পশ্চিমের ‘মিথ্যার সাম্রাজ্যের’ সমালোচনায় পুতিন

প্রতিবেশী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর একের পর নিষেধাজ্ঞার মুখে পড়েছে রাশিয়া। নতুন করে আরও কিছু নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর এর সমালোচনা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পশ্চিমাদের ‘মিথ্যার সাম্রাজ্য’ হিসেবে অভিহিত করেছেন তিনি। খবর আরটির।

সোমবার শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনাকালে পুতিন এ কথা বলেন। তিনি বলেন, ‘আমি আপনাদের অর্থনৈতিক ও আর্থিক বিষয় নিয়ে আলোচনার জন্য ডেকেছি। মিথ্যার সাম্রাজ্য তথাকথিত পশ্চিমা সম্প্রদায়ের আমাদের দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রয়োগ করার চেষ্টা করছে। সেই বিষয় নিয়ে আলোচনা হবে।’

গত বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন ভ্লাদিমির পুতিন। ওই দিন তিনি পশ্চিমকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেন। পুতিন ওই দিন বলেছিলেন, যখন থেকে যুক্তরাষ্ট্র ক্ষমতা পুঞ্জীভূত করা শুরু করেছে, তখন থেকেই গোটা পশ্চিম মিথ্যার সাম্রাজ্য হয়ে উঠেছে।

পুতিন বলেন, ‘প্রসঙ্গক্রমে আরও বলতে চাই, আমেরিকান রাজনীতিবিদ, রাষ্ট্রবিজ্ঞানী ও সাংবাদিকেরা নিজেরাই লেখেন এবং বলেন যে সাম্প্রতিক বছরগুলোয় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সত্যিকার অর্থেই একটি মিথ্যার সাম্রাজ্য গড়ে উঠেছে। তাদের এ কথার সঙ্গে দ্বিমত পোষণ করাটা কঠিন। কারণ, এটাই প্রকৃত সত্য।’

ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে হামলা অব্যাহত রেখেছেন রাশিয়ার সেনারা। এর মধ্যেই গতকাল সোমবার ইউক্রেন-বেলারুশ সীমান্তে আলোচনায় বসেছিলেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। ইউক্রেন হামলা বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে। বৈঠক আবার হবে বলে দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে।

গতকাল সোমবার পঞ্চম দিনের মতো কিয়েভ ছাড়াও ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভ ও উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভে ক্ষেপণাস্ত্র, গোলা ও রকেট হামলা চালিয়েছে রুশ বাহিনী। এর মধ্যে স্থানীয় সময় দুপুর ১২টার পর বেলারুশের গোমেল এলাকায় আলোচনায় বসেন দুই দেশের নেতারা। বৈঠকে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকোভ ও উপপররাষ্ট্রমন্ত্রী মিকোলা তোচিৎসকি অংশ নেন।