নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সুপরিচিত শপিং এলাকা গ্রোটে মার্কস্ট্রাটের হুডসনস বে নামে একটি ডিপার্টমেন্ট স্টোরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। পুলিশ বলছে, আহত তিনজন অল্পবয়সী। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে।
ছুরিকাঘাতের ঘটনাস্থল হেগের পার্লামেন্ট থেকে খুব বেশি দূরে নয়। এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে পরিচিত।
ডাচ গণমাধ্যমের খবরে জানা যায়, লন্ডনে সন্ত্রাসী হামলায় দুজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরই এই হামলা হলো। যদিও পুলিশ এই দুই হামলার ঘটনায় কোনো যোগসূত্রের কথা জানায়নি।
দ্য হেগ পুলিশ টুইটে জানায়, ছুরিকাঘাতে আহত লোকজনের পরিবারের সদস্যদের সঙ্গে তারা যোগাযোগ রাখছে। হামলাকারীকে খুঁজে বের করতে তদন্ত চলছে।
গ্রোট মার্কস্ট্রাটের হুডসনস বে নামের ওই ডিপার্টমেন্ট স্টোরে খুচরা বিক্রেতা ও বিভিন্ন ব্রান্ডের দোকান রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে বিক্রেতাদের ঘটনাস্থল থেকে অস্থিরভাবে চলে যেতে দেখা যায়। পুলিশ বলছে, হামলাকারীর চুল কোঁকড়ানো। বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে। হামলাকারী কালো টপ, স্কার্ফ ও ধূসর প্যান্ট পরেছিল।