রাশিয়ার সামরিক আগ্রাসনের সর্বশেষ অবস্থা জানিয়ে ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার সেনাদের অগ্রগতি উল্লেখযোগ্যভাবে ধীর হয়ে গেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, শত্রুপক্ষ হামলা অব্যাহত রাখলেও তাদের সেনাদের এগিয়ে আসার গতি বেশ ধীর হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ১৩তম দিন আজ মঙ্গলবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রুশ সেনাদের অগ্রগতি নিয়ে এসব কথা বলেন।
জেনারেল স্টাফ বলেন, স্থানীয় সময় ৮ মার্চ সকাল ৬টা পর্যন্ত দেশের দক্ষিণ–পূর্ব ও উত্তরাঞ্চলকে রক্ষায় রাশিয়ার সেনাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেনীয় সেনারা।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সর্বশেষ অবস্থা সম্পর্কে বলেছেন, রাজধানী কিয়েভসহ উত্তরের শহর চেরনিহিভ এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিহত করেছে বলেও দাবি করেছেন জেনারেল স্টাফ।
জেনারেল স্টাফ আরও বলেন, দখলদারেরা মনোবল হারিয়েছে। রুশ সেনাদের লুটের ঘটনাও বাড়ছে এবং সামরিক সংঘাত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন তাঁরা।
রাশিয়ার দখলে নেওয়া এলাকাগুলোয় বাসিন্দাদের প্রভাবিত করতে রুশ সেনারা প্রোপাগান্ডা চালাচ্ছেন বলেও অভিযোগ তুলেছে ইউক্রেনের সামরিক বাহিনী।
তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন সরকার ও দেশটির সামরিক বাহিনীর তোলা এসব অভিযোগের সত্যতা এখনো নিরপেক্ষভাবে যাচাই করে দেখতে পারেনি বিবিসি।