প্রথম দেখায় ঘোড়াটিকে বাচ্চা ঘোড়া বলে মনে হতে পারে। কিন্তু আদতে এটি কোনো বাচ্চা ঘোড়া নয়, বরং প্রাপ্তবয়স্ক ঘোড়া। আর দশটি ঘোড়ার সঙ্গে পার্থক্যও আছে তার। বিশ্বের সবচেয়ে খর্বাকৃতির ঘোড়া হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠেছে ঘোড়াটির।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘোড়াটির নাম রাখা হয়েছে ‘বোম্বেল’। রেকর্ডধারী এ ঘোড়াটির বসবাস পোল্যান্ডের লজ শহরে। সাধারণত একটি প্রাপ্তবয়স্ক ঘোড়ার গড় উচ্চতা হয় সাড়ে ৪ ফুট থেকে ৬ ফুটের কাছাকাছি। কিন্তু এ ঘোড়ার উচ্চতা মাত্র ৫৬ দশমিক ৭ সেন্টিমিটার বা ১ ফুট ১০ ইঞ্চি।
ঘোড়াটির মালিক প্যাট্রিক ও কাতারজিনা জিয়েলিন্সকা নামের এক পোলিশ দম্পতি। ঘোড়াটিকে তাঁরা প্রথম দেখেন ২০১৪ সালে। তখন ঘোড়াটির বয়স মাত্র দুই মাস। তখন থেকেই ঘোড়াটিকে নিজেদের কাছে রেখে দেন তাঁরা। কাতারজিনা বলেছেন, ‘আমরা ভেবেছিলাম, ঘোড়াটির কোনো সমস্যা হচ্ছে। যখন ওর বয়স বাড়ছিল, আমরা দেখলাম ওর যতটা লম্বা হওয়া উচিত, ততটা হচ্ছে না। তখনই আমরা ভাবলাম, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে যোগাযোগ করা যেতে পারে।’
আকৃতিতে ছোট হলেও বোম্বেলের মনটা বিশাল বড়, এমনটাও বলেছেন কাতারজিনা। প্রতি সপ্তাহে নিয়ম করে এক দিন স্থানীয় এক শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘোড়াটিকে। সেখানে অসুস্থ বাচ্চাদের আনন্দ দেওয়ার কাজ করে ঘোড়াটি। কাতারজিনা বলছেন, ‘বোম্বেল আমাদের জীবনটাই বদলে দিয়েছে। সে অন্য মানুষদের সহযোগিতা করে, বাচ্চাদের মুখেও হাসি এনে দেয়।’