জার্মানিতে তুষারপাত

ইউরোপের আবহাওয়া পঞ্জিকা অনুযায়ী বসন্ত শুরু হওয়ার কথা ২০ মার্চ। বসন্ত শুরুর তিন সপ্তাহ আগে ইউরোপজুড়ে শৈত্যপ্রবাহ ও তুষারপাত কিছুটা অস্বাভাবিক এবং অভাবনীয়। প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের জনজীবন বিপর্যস্ত হলেও জীবন থেমে নেই। ছবিগুলো ২৮ ফেব্রুয়ারি উত্তর জার্মানির হ্যানোভার শহরের। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি সরাফ আহমেদ।

বরফে ছেয়ে গেছে হ্যানোভার শহরের আলেম অঞ্চলের ঘরবাড়ি।
বরফে ছেয়ে গেছে হ্যানোভার শহরের আলেম অঞ্চলের ঘরবাড়ি।
বরফে ঢাকা পড়েছে বাগানও।
শুভ্র বরফে ঢাকা হ্যানোভার শহরের ভিলি স্পান পার্ক।
হ্যানোভার শহরের ফাউস্ট সাংস্কৃতিক কেন্দ্র এলাকা।
পোষা কুকুর নিয়েই তুষারপাতের মধ্য পার্কে হাঁটাহাঁটি।
হ্যানোভারের ইমে নদী জমে গেছে হিম বরফে।
হ্যানোভার শহরে ইমে নদীর ওপর ডর্ন রোসচেন ব্রিজে পথচারীরা।
প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতে জনজীবন থেমে নেই।
বরফে আচ্ছাদিত হ্যানোভারের একটি স্কুলের খেলার মাঠ ও সেন্ট বেনো গির্জা।