বিস্ফোরণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার কৃষ্ণসাগর বহরের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধজাহাজ। নাবিকদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। তবে যুদ্ধজাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছেন ইউক্রেনের কর্মকর্তারা। খবর রয়টার্সের।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কভা মিসাইল ক্রুজারে আগুনের কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়েছিল। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে কিছু বলেনি।
এদিকে কৃষ্ণসাগরের ওডেসা বন্দর অঞ্চলের ইউক্রেনীয় গভর্নর মাকসিম মার্চেঙ্কো বলেছেন, ইউক্রেনের তৈরি দুটি জাহাজ–বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র মস্কভায় আঘাত হেনেছিল। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, কৃষ্ণসাগর পাহারায় থাকা নেপচুন ক্ষেপণাস্ত্র মারাত্মক ক্ষয়ক্ষতি সাধন করেছে।
এ বিষয়ে জানতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে রয়টার্স যোগাযোগ করেও কোনো বক্তব্য পায়নি। দুই পক্ষের দাবিও যাচাই করা যায়নি।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর মস্কভা দ্বিতীয় কোনো গুরুত্বপূর্ণ রুশ যুদ্ধজাহাজ, যা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হলো। গত মাসে রাশিয়ার ল্যান্ডিং সাপোর্ট জাহাজ ওরস্ক ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল ইউক্রেন।
রুশ নৌবাহিনী ইউক্রেনে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দেশটির দক্ষিণাঞ্চলে স্থল অভিযানে সহায়তা করতে কৃষ্ণসাগর থেকে তাদের এই ক্ষেপণাস্ত্র হামলা গুরুত্বপূর্ণ। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর মারিউপোলের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলছে, মস্কভা ১৯৮৩ সালে কমিশন লাভ করে। এই যুদ্ধজাহাজটি ৭০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম জাহাজ–বিধ্বংসী ১৬টি ভুলকান ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত।
এদিকে রাশিয়া দাবি করছে, মারিউপোলে ১৬২ কর্মকর্তাসহ ইউক্রেনের ৩৬তম মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। শহরটি পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই আত্মসমর্পণের বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র।
আজভস্তাল শিল্প জেলায় এই সেনাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। জেলাটির দখল নেওয়ায় আজভ সাগরের প্রধান বন্দরের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাবে। এতে তারা দক্ষিণাঞ্চলে স্থল করিডর চালু এবং দেশটির পূর্বাঞ্চলে তাদের দখলদারি বিস্তৃত করতে পারবে।