ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের সপ্তম দিন চলছে আজ। ইতিমধ্যে কয়েকটি শহরের দখল নেওয়ার দাবি করেছে রাশিয়া। আবার কিছু শহরে দুই পক্ষের মধ্য লড়াই চলছে। যুদ্ধ পরিস্থিতি বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের বিশ্লেষকেরা রুশ অভিযান নিয়ে তাঁদের পর্যবেক্ষণ উপস্থাপন করেছেন। রুশ সেনারা কীভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে অগ্রসর হচ্ছেন, তার একটি আভাস দিয়েছেন তাঁরা। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তাঁদের সে পর্যবেক্ষণগুলো উপস্থাপন করা হয়েছে।
ইউক্রেনের রাজধানী শহর কিয়েভ এখন পর্যন্ত মস্কোর অভিযানের মূল লক্ষ্যবস্তু। পূর্ব ও পশ্চিম দিক অগ্রসর হয়ে পুরো শহর ঘিরে ফেলার মতো অবস্থান তৈরি করছে রাশিয়া। বিশ্লেষকেরা বলেছেন, রাশিয়ার ৬৪ কিলোমিটার দীর্ঘ সামরিক বহরটি এখনো শহরের উত্তর দিকে অবস্থান করছে। পশ্চিম দিক থেকে আক্রমণের জন্য সেনাদের সহযোগিতা করতে এমন অবস্থান নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
খারকিভ শহরে মর্টার শেল হামলা ও বিমান হামলা অব্যাহত আছে। বিশ্লেষকদের ধারণা, এখন বিমান হামলা চালালেও বুধ কিংবা বৃহস্পতিবার নতুন করে স্থল অভিযান শুরু করতে পারে রাশিয়া।
দক্ষিণ অংশে ইতিমধ্যে খারসন শহর দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এর মধ্য দিয়ে ওডেসা ও মিকোলাইভ শহরে নতুন করে অভিযান শুরু করার মতো পথ তৈরি হতে পারে। আর তাতে ইউক্রেনের বন্দরব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
ইউক্রেনের পূর্ব দিক থেকে মারিওপোল শহর ঘিরে ফেলার জন্যও প্রস্তুত হচ্ছে রুশ সেনারা। শহরটি দখলে নিতে পারলে তা রুশ সেনাদের জন্য ‘সেতু’ হিসেবে কাজ করবে। এর মধ্য দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়ার মধ্যে অবাধে চলাচল করতে পারবেন রুশ সেনারা।