স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ ৩১ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৬)। আগামী ১২ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
সম্মেলনে কী সিদ্ধান্ত আসবে
সম্মেলন শুরুর আগে বেশির ভাগ দেশ কার্বন নিঃসরণ কমাতে পরিকল্পনা ঠিক করবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমরা সঠিক পথে আছি কি না, তা এই বিষয় থেকে বোঝা যাবে।
দুই সপ্তাহের এই সম্মেলন থেকে নতুন অনেক ঘোষণা আসতে পারে। এসব ঘোষণার মধ্যে বেশ কিছু খুবই কারিগরিকেন্দ্রিক হতে পারে। যেমন প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে আরও যেসব নিয়ম থাকা দরকার, তা যুক্তকরণ।
আরও যেসব ঘোষণা আসতে পারে
*দ্রুত বৈদ্যুতিক গাড়িতে চলে যাওয়া
*কয়লাভিত্তিক বিদ্যুৎ থেকে দ্রুত সরে আসা
*বৃক্ষনিধন কমানো
*জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে বেশিসংখ্যক মানুষকে রক্ষা। যেমন উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থায় অর্থায়ন।
গ্লাসগো সম্মেলনে প্রায় ২৫ হাজার মানুষ অংশ নেবেন। তাঁদের মধ্যে বিশ্বনেতা, সমঝোতাকারী ও সাংবাদিকেরা থাকবেন।
গ্লাসগোতে হাজারো পরিবেশকর্মী ও ব্যবসায়ী জড়ো হবেন। তাঁরা নানা অনুষ্ঠান, আয়োজন, নেটওয়ার্কিং ও বিক্ষোভের মতো কর্মসূচিতে অংশ নেবেন। তাঁরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার অবিলম্বে বন্ধের আহ্বান জানাবেন।
সম্মেলন শেষে কিছু ঘোষণা আসতে পারে। এসব ঘোষণায় সব কটি দেশের সই থাকবে। ঘোষণায় সুনির্দিষ্ট অঙ্গীকার থাকবে।