ইউক্রেনে রাশিয়ার অভিযানের অগ্রগতিসহ চলমান নানা বিষয়ে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুতনিক।
নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন, কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
দিমিত্রি পেসকভ বলেন, গতকালের বৈঠকে রাশিয়ার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে। এ সময় প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু উপস্থিত সবাইকে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযানের অগ্রগতি সম্পর্কে জানান। এ ছাড়া ইউক্রেনে মানবিক সহায়তা দিতে রুশ সেনাবাহিনীর তত্পরতা, নিরাপত্তা নিশ্চিত করা ও রাশিয়ার দখল করা এলাকাগুলোয় গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পুনর্গঠনের বিষয়ে কথা বলেন তিনি।
রাশিয়ার ওপর পশ্চিমাদের আরোপ করা নিষেধাজ্ঞার বিষয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান পেসকভ। তিনি বলেন, সংকট সমাধানে রাশিয়ার সঙ্গে সংলাপে সক্রিয়ভাবে অংশ নিতে ইউক্রেন গড়িমসি করছে—এমন অভিযোগ এনে হতাশা প্রকাশ করেন বৈঠকে উপস্থিত কর্মকর্তারা।
এদিকে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর এক মাস গড়িয়েছে। দেশটির বিভিন্ন এলাকায় ইউক্রেনের সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। এর মধ্যেই কয়েক দফায় আলোচনায় বসেন দুই দেশের প্রতিনিধিদল। তবে সেসব আলোচনায় সংকট সমাধানের বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি।