ইউক্রেনের অলভিয়া বন্দরে রুশ বিমান হামলার গত বুধবার বাংলাদেশি জাহাজের এক নাবিক নিহত হন। এছাড়া গত কয়েকদিনে অন্তত দুটি দেশের জাহাজ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজ এবং জাহাজে কর্মরত নাবিকদের নিরাপত্তা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রসহ ১৫টিরও বেশি দেশ আন্তর্জাতিক নৌসংস্থা-আইএমওকে বিশেষ বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পরে কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্য দিয়ে জাহাজ যাত্রা ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এই পদক্ষেপ নিয়েছে দেশগুলো। খবর রয়টার্সের।
এমন অবস্থায় বিশ্বের অনেক জাহাজ প্রতিষ্ঠান কৃষ্ণ সাগর বন্দর এবং অন্যান্য বন্দরে নৌযান চলাচল স্থগিত করেছে। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সমুদ্রযাত্রার জন্য বীমা প্রিমিয়াম বেড়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রধান সমুদ্র বন্দর ওডেসায় এস্তোনিয়ার মালিকানাধীন একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এছাড়া সম্প্রতি অন্তত আরও তিনটি জাহাজ হামলার শিকার হয়েছে।
জাহাজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, মাল্টা, নেদারল্যান্ডস, সুইডেন ও তুরস্ক যৌথভাবে এই বৈঠকের আহ্বান জানিয়েছে। একাধিক দেশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আন্তর্জাতিক নৌসংস্থার (আইএমও) বর্তমানে ১৭৫টি সদস্য রাষ্ট্র এবং তিনটি সহযোগী সদস্য দেশ রয়েছে। সংস্থাটি আন্তর্জাতিক জাহাজের সুরক্ষা ও নিরাপত্তার দায়িত্বে রয়েছে। যদিও এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা।
গত বুধবার ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’তে গোলার আঘাতে হাদিসুর রহমান নামের এক নাবিক নিহত হয়েছেন। তিনি জাহাজটিতে থার্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টার দিকে) জাহাজটিতে গোলার আঘাত লাগে। এতে আগুন ধরে যায়।
এর আগে গত বুধবার ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ইউনিয়ন এবং অন্যান্য সংস্থাগুলো কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের অংশগুলোকে ‘যুদ্ধকালীন এলাকা’ হিসাবে ঘোষণা দেয়।