ইউক্রেনে অস্ত্র সরবরাহকারীদের পুতিনের হুঁশিয়ারি

ভ্লাদিমির পুতিন
ছবি: রয়টার্স ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ না হলে মস্কো নতুন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে। তবে তিনি নির্দিষ্ট লক্ষ্যবস্তু বলতে কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি।

রুশ বার্তা সংস্থাগুলো বলছে, পুতিন বোঝাতে চেয়েছেন, ‘কিয়েভকে যদি দূরপাল্লার অস্ত্র দেওয়া হয়, তবে আমরা উপযুক্ত সিদ্ধান্তে উপনীত হব এবং আমাদের অস্ত্র ব্যবহার করব। এমন লক্ষ্যে আঘাত হানব, যেখানে আমরা আগে আঘাত করিনি।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, কিয়েভকে অত্যাধুনিক রকেট–ব্যবস্থা সরবরাহ করা হবে।

রাশিয়ার পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বিদেশি অস্ত্রগুলোকে হামলার জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। রুশ হুমকি উপেক্ষা করে স্পেন ইউক্রেনে বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও লেওপার্ড ট্যাংক পাঠাচ্ছে। আজ রোববার স্থানীয় একটি সংবাদমাধ্যম এমন তথ্যই জানিয়েছে।

এদিকে, আজ রোববার সকাল থেকেই ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও হামলা চালিয়েছে রাশিয়া। কাসপিয়ান সাগর থেকে বোমারু যুদ্ধবিমান টিইউ–৯৫ দিয়ে শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে কিয়েভের দুটি পূর্বাঞ্চলের জেলা শহরটি বিস্ফোরণে কেঁপে ওঠে।