ইউক্রেনের সেনাদের ক্ষমতা দখল করতে বললেন পুতিন

ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

ইউক্রেনের বর্তমান সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করতে দেশটির সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় আজ শুক্রবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা পর্ষদের এক বৈঠকে এ আহ্বান জানান তিনি। খবর রয়টার্সের।

ওই পর্ষদের বৈঠকটি টেলিভিশনে সম্প্রচার করা হয়। সেখানে পুতিন বলেন, ‘আমি ইউক্রেনের সেনা সদস্যদের প্রতি আবারও আহ্বান জানাব, আপনাদের সন্তান, স্ত্রী ও বয়োবৃদ্ধদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার সুযোগ নব্য-নাৎসি আর কট্টরপন্থী জাতীয়তাবাদীদের দেবেন না।’

ইউক্রেন সরকারকে হটানোর আহ্বান জানিয়ে দেশটির সেনাসদস্যদের উদ্দেশে পুতিন বলেন, ‘আপনারা নিজেদের হাতে ক্ষমতা তুলে নেন। এতে একটি সমঝোতায় পৌঁছানো আরও সহজ হবে।’ ইউক্রেন অভিযানে অংশগ্রহণরত রুশ সেনাদের প্রশংসাও করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। একদিন পরই রাজধানী কিয়েভের উত্তরাঞ্চলে প্রবেশ করেন রুশ সেনারা। এ মুহূর্তে তাঁরা এই রাজধানী শহরের দিকে অগ্রসর হচ্ছেন। রাশিয়ার সেনাদের ঠেকাতে সেখানে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। সাধারণ বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হয়েছে ১৮ হাজার মেশিনগান।

ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযানের প্রথম দিনটি সফল হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ।