>তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘরকে মসজিদ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাঁর এই ঘোষণায় দেশটির ইসলামপন্থীরা খুশি হলেও দেশে–বিদেশে নানা সমালোচনা হচ্ছে। প্রায় দেড় হাজার বছরের পুরোনো আয়া সোফিয়া শুরুতে গির্জা ছিল। পরে এটি মসজিদে এবং তারও পরে এটাকে জাদুঘরে রূপান্তর করা হয়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় বিখ্যাত আয়া সোফিয়া স্থাপনাটির নাম আছে। ছবিতে দেখা যাক আয়া সোফিয়ার ভেতর–বাহির। ছবিগুলো তুরস্কের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া।