যুক্তরাষ্ট্রকে জেলেনস্কি

আমাকে নিরাপদে সরানোর দরকার নেই, দরকার গোলা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
 ছবি: রয়টার্স

ইউক্রেন-রাশিয়া সংঘাত চলছে। রুশ সেনারা ইউক্রেনের কিয়েভে ঢুকে পড়েছেন। বিস্ফোরণ ও গোলাগুলি চলছে, মানুষ হতাহত হচ্ছে। এরই মধ্য ইউক্রেন থেকে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র সরকার। তবে জেলেনস্কি সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু হয়। আজ শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের রাস্তায় রাস্তায় লড়াই চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মার্কিন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেন, ‘এখানে লড়াই হচ্ছে, আমার গোলাবারুদ দরকার, আমাকে সরিয়ে নেওয়ার দরকার নেই।’
ভলোদিমির জেলেনস্কি, ইউক্রেনের প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুরু থেকেই বলে আসছেন রাশিয়া যতই হামলা করুক, তিনি দেশ ছেড়ে যাবেন না। এবার মার্কিন সংবাদমাধ্যমগুলোও তেমন আভাস দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বরাতে মার্কিন সংবাদমাধ্যমগুলো বলেছে, যুদ্ধ পরিস্থিতি থেকে ভলোদিমির জেলেনস্কিকে নিরাপদে সরিয়ে নিতে প্রস্তুত ছিল যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট তাতে সাড়া দেননি।

মার্কিন সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে জেলেনস্কি বলেন, ‘এখানে লড়াই হচ্ছে, আমার গোলাবারুদ দরকার, আমাকে সরিয়ে নেওয়ার দরকার নেই।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, রুশ অভিযানের বিরুদ্ধে নিজের পদক্ষেপের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিপুল প্রশংসা কুড়িয়েছেন জেলেনস্কি। অভিযান শুরুর পরপরই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। বলেন, ‘আপনারা যখন আমাদের ওপর হামলা করবেন, তখন আমাদের মুখ দেখতে পাবেন, পিঠ নয়।’

গতকাল শুক্রবার সকালে নিজের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করেন জেলেনস্কি। সে ভিডিওতে তাঁর পাশাপাশি গুরুত্বপূর্ণ সহযোগীদেরও রাজধানীতে অবস্থান করতে দেখা যায়। জেলেনস্কি কিয়েভ ছেড়ে চলে গেছেন—এমন গুঞ্জন ওঠার পর তা মিথ্যা প্রমাণে ভিডিওটি প্রকাশ করেন জেলেনস্কি।

ওই ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘আমরা সবাই এখানে আছি এবং এভাবেই থাকব।’