বিচিত্র

বয়স শতবর্ষ ছুঁই ছুঁই, নাতিপুতিও ১০০

প্রপৌত্র উইলিয়ামকে কোলে নিয়ে আছেন মার্গারিট কোলার
ছবি: টুইটার থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের বাসিন্দা মার্গারিট কোলার। বয়স ১০০ ছুঁই ছুঁই। এ বয়সে নাতিপুতিদের নিয়ে সময় কাটাতে চান যে কেউ। সেই বিবেচনায় মার্গারিটের ভাগ্য বেশ সুপ্রসন্নই বলতে হয়। বয়স শতবর্ষ হওয়ার আগেই এই নারী ১০০ নাতিপুতির মুখ দেখেছেন।

জিও নিউজের এক প্রতিবেদনে গতকাল বুধবার বলা হয়, মার্গারিটের বাড়ি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। ১১ সন্তানের মা তিনি। সংসারে রয়েছে ৫৬ জন নাতিনাতনি। এই নাতিনাতনিদেরও মোট সন্তানের সংখ্যা ৪৪।

৩ আগস্ট এই পরিবারে সর্বশেষ শিশুটির জন্ম হয়েছে। মার্গারিটের একজন নাতির সন্তান হয়েছে। এর মধ্য দিয়ে তাঁর নাতিপুতির মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০০। শিশুটির নাম রাখা হয়েছে উইলিয়াম কোলার ব্ল্যাস্টার। মার্গারিটের স্বামীর নাম উইলিয়াম। প্রয়াত স্বামীর নামে শিশুটির নাম রাখায় উচ্ছ্বসিত মার্গারিট।

বয়স শতবর্ষ ছোঁয়ার আগেই শততম নাতিপুতির মুখ দেখতে পেরেও ভীষণ খুশি মার্গারিট। তিনি বলেন, ‘কয়েক মাস পর আমার বয়স ১০০ বছর হবে। এর আগেই আমার ১০০ জন নাতিপুতির মুখ দেখার সৌভাগ্য হয়েছে। এটা অনেক বড় একটি বিষয়।’

মজার বিষয় হলো, তরুণ বয়সে সংসারি হতে চাননি মার্গারিট। গির্জার নান হতে চেয়েছিলেন। ধর্ম–কর্ম পালনে নিজেকে ব্যস্ত রাখাই ছিল তাঁর পরিকল্পনা। তবে ভাগ্যের ফেরে তাঁকে বিয়ে করে সংসারি হতে হয়েছে। স্বামী মারা গেলেও বৃদ্ধ বয়সে এসে এখন তাঁর সন্তান ও নাতিপুতি নিয়ে ভরপুর সংসার।

নিজের পরিবারের বিষয়ে এক সাক্ষাৎকারে মার্গারিট বলেন, ‘আমি যখন সংসার শুরু করলাম, তখন চেয়েছিলাম, আমার একটা বড় পরিবার হবে। তবে এত বড় পরিবার হবে সেটি কখনোই ভাবিনি। ১১ সন্তান আর ১০০ নাতিপুতি নিয়ে আমি বেশ ভালো আছি।’