ইতিহাসের এই দিনে: জাপানে প্রথম বুলেট ট্রেন চালু

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ১ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

দ্রুতগতির ট্রেন উদ্ভাবনে জাপানিরা বরাবরই এগিয়ে রয়েছে

ট্রেনটির নাম টোকাইডো শিনকানসেন। জাপানের রাজধানী টোকিও থেকে ওসাকা শহরের মধ্যে চলে এই ট্রেন। মাত্র চার ঘণ্টায় এক শহর থেকে অন্যটিতে চলে যেতে পারে। কেননা এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২০ কিলোমিটার বা প্রায় ১৩৭ মাইল। ‘বুলেট ট্রেন’ নামে পরিচিত এই ট্রেন। ১৯৬৪ সালের ১ অক্টোবর প্রথমবারের মতো দ্রুতগতির এই বুলেট ট্রেন চালু করে জাপান।

আধুনিক চীনের যাত্রা শুরু

সময়টা ১৯৪৯ সালের ১ অক্টোবর। চীনে কমিউনিস্ট পার্টির (সিসিপি) শাসন শুরু হয়। এদিন মাও সে-তুং আধুনিক চীনের যাত্রা শুরুর ঘোষণা দেন। তখন মাও ছিলেন সিসিপির চেয়ারম্যান।

সিডির ব্যবহার শুরু

সিডির প্রথম ব্যবহার হয় জাপানে

কমপ্যাক্ট ডিস্ক বা সিডির ব্যবহার শুরু হয় ১৯৮২ সালের এই দিনে, জাপানে। প্রস্তুত করে মাল্টিমিডিয়া কোম্পানি ফিলিপস ও সনি। মূলত তথ্য সংরক্ষণ ও অডিও ব্যবহারের জন্য সিডি বাজারে আনা হয়।

প্রথম সমকামী যুগলদের স্বীকৃতি

১৯৮৯ সালের ১ অক্টোবর, সমকামী যুগলদের একসঙ্গে একই ছাদের নিচে বসবাসের আইনগত স্বীকৃতি দেয় ডেনমার্ক। বিশ্বের প্রথম দেশ হিসেবে সমকামী যুগলদের এই স্বীকৃতি দেয় ডেনমার্ক।