ইতিহাসের এই দিনে

ট্রেন থেকে গায়েব ২০ লাখ পাউন্ড

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৮ আগস্ট। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

ট্রেনের
প্রতীকী ছবি: রয়টার্স

সময়টা ১৯৬৩ সালের ৮ আগস্ট। স্কটল্যান্ডের গ্লাসগো থেকে যুক্তরাজ্যের লন্ডনে আসছিল একটি ট্রেন। পথিমধ্যে ডাকাতি হয় ট্রেনটিতে। একদল ডাকাত ট্রেন থেকে ২০ লাখ পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নিয়ে চম্পট দেয়। ইতিহাসে ঘটনাটি ‘গ্রেট ট্রেন রবারি’ নামে পরিচিত।

হট-এয়ার বেলুনে যাত্রা

বর্তমানে আমরা হট-এয়ার বেলুনের যে আকার বা মডেল দেখি, সেটা প্রথম উদ্ভাবন করেছিলেন বার্তোলোমেউ দে গুসমাও। তিনি ব্রাজিলের ধর্মযাজক। ১৭০৯ সালের এ দিনে তিনি হট-এয়ার বেলুনে আকাশে ওড়েন। তাঁকে নিয়ে বেলুনটি ৪ মিটার বা প্রায় ১৩ ফুট ওপরে ওঠে।

আসিয়ানের যাত্রা শুরু

আসিয়ানের সদস্যদেশগুলোর পতাকা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। পুরো নাম ‘দ্য অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’। ১৯৬৮ সালের এ দিনে আসিয়ানের যাত্রা শুরু। অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এ জোটের মূল লক্ষ্য। বর্তমানে ১০টি দেশ আঞ্চলিক এ জোটের সদস্য।

বৈদ্যুতিক কলম উদ্ভাবন

মার্কিন উদ্ভাবক থমাস এডিসন ইলেকট্রিক পেন বা বিদ্যুৎ–চালিত কলম উদ্ভাবন করেন। ১৮৭৬ সালের এ দিনে নিজের এই উদ্ভাবনের পেটেন্ট নেন তিনি। ওই সময় কলমটি কোনো নথির অনুলিপি করার কাজে ব্যবহার করা হতো। তাই বিশ্বের প্রথম দিককার কপি মেশিন ধরা হয় এটিকে।