বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে। তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ মে। ফিরে দেখা যাক উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
কানাডার অ্যাথলেট রিক হানসেনের দুটি পা নেই। চলাফেরা করেন হুইলচেয়ারে। তবে মানসিক দিক থেকে দারুণ শক্তিশালী তিনি। সেই দৃঢ় মনোবল নিয়ে হুইলচেয়ারে বিশ্বভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। হুইলচেয়ারে চেপে দুই বছরে ৪০ হাজার কিলোমিটারের বেশি (প্রায় ২৪ হাজার ৮০০ মাইল) পথ পাড়ি দেন তিনি। তাঁর এ অভিযানের নাম ছিল ‘ম্যান ইন মোশন’। বিশ্বভ্রমণ শেষে ১৯৮৭ সালের এই দিনে কানাডার ভ্যাঙ্কুভারে ফিরে আসেন রিক।
গত শতকের শুরুর দিকে ইউরোপজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছিল স্প্যানিশ ফ্লু। ১৯১৮ সালের এই দিনে প্রথমবারের মতো প্রাণঘাতী স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়ার খবর প্রকাশ করে স্পেনের সংবাদপত্র এবিসি। প্রাণঘাতী স্প্যানিশ ফ্লু ছড়িয়ে পড়েছিল ফ্রান্স থেকে। এই মহামারিতে মারা যায় আড়াই কোটি মানুষ। যদিও কোনো কোনো গবেষকের মতে স্প্যানিশ ফ্লুতে মৃত্যুর সংখ্যা আসলে চার থেকে পাঁচ কোটি।
ইতালির রোম শহরে একটি ঝরনা রয়েছে। ‘ভালোবাসার ঝরনা’ নামে এটি বিশ্বব্যাপী পরিচিত। প্রচলিত বিশ্বাস, এ ঝরনার পানিতে মুদ্রা ছুড়ে দিলে ভালোবাসার ক্ষেত্রে ভাগ্য সুপ্রসন্ন হয়। তাই প্রতি ঘণ্টায় হাজারখানেক মানুষ সেখানে যান। পানিতে মুদ্রা ছুড়ে দেন। ১৭৬২ সালের এই দিনে মার্বেল পাথরে নির্মিত এ ঝরনা চালু করা হয়।
ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হেনেছিল লাতিন আমেরিকার দেশ চিলিতে। দেশটির দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ভালদিভিয়া সেই ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫। ১৯৬০ সালের এই দিনে ভয়াবহ এ ভূমিকম্প হয়েছিল।
ইউরোপের দেশ সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ। বিশ্বের অন্যতম সফল টেনিস খেলোয়াড় ধরা হয় তাঁকে। ১৮টি গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। ১৯৮৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন এই টেনিস তারকা।