বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২৩ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।
ফরাসি উদ্ভাবক লুই দুকো দু হাউরোঁর হাত ধরে রঙিন আলোকচিত্রের যাত্রা শুরু। তিনি আলোকচিত্রে রং যুক্ত করার কৌশল উদ্ভাবন করেন। ১৮৬৮ সালের ২৩ নভেম্বর তিনি এ কৌশলের পেটেন্ট বা স্বত্ব পান। রঙিন আলোকচিত্রের জগতে এ উদ্ভাবন বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে।
সময়টা খ্রিষ্টপূর্বাব্দ ৫৪৩ সাল। ওই বছরের ২৩ নভেম্বর প্রাচীন গ্রিসে মঞ্চস্থ হয় প্রথম নাটক। ইকারিয়া দ্বীপের থেসপিস নামের এক ব্যক্তি প্রথমবারের মতো অভিনয় করতে মঞ্চে ওঠেন।
নেদারল্যান্ডসে একসময় নারীরা শাসক হতে পারতেন না। রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যুর পর এ নিয়ে সংকটে পড়ে যায় দেশটি। তিনি কোনো পুরুষ উত্তরাধিকার রেখে যাননি। তাই দেশটির সংবিধানে সংশোধন আনতে হয়। ১৮৯০ সালের এই দিনে নতুন একটি আইন পাস হয়। এ আইনের আওতায় সিংহাসনে বসেন রাজা তৃতীয় উইলিয়ামের মেয়ে প্রিন্সেস উইলহেলমিনা। মাত্র ১০ বছর বয়সে রানি হয়েছিলেন তিনি।
ফরাসি ডাইভার জ্যাক মেয়লের অনন্য কীর্তি রয়েছে। ১৯৭৬ সালের ২৩ নভেম্বর তিনি ইতালির এলবা দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে সাগরে ঝাঁপ দেন। কৃত্রিম অক্সিজেন ছাড়াই সাগরতলে ১০০ মিটার বা প্রায় ৩৩০ ফুট নিচে যেতে সক্ষম হন তিনি। বিশ্বে তিনিই প্রথম ডুবুরি, যিনি এ কীর্তি গড়তে সক্ষম হন।