চীনে ভূমিধসে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ৫

চীনে ভূমিধসে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫ জন। স্থানীয় সময় গত শনিবার ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পাহাড়ি জিনকাওহে এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সরকার কর্তৃপক্ষ গতকাল রোববার এক অনলাইন বিবৃতিতে জানায়, একটি পাহাড়ের ওপর ভূমিধস হয়েছে। উদ্ধারকাজে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। জরুরিভিত্তিতে উদ্ধারকাজ চলছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে। চীনের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে। বিশেষ করে বর্ষাকালে এটি বেশি হয়।

২০১৭ সালে বর্ষায় প্রচুর বৃষ্টি হওয়ায় সিচুয়ান প্রদেশে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছিল। এর মধ্যে শিনমো নামের একটি পাহাড়ি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাটির নিচে চাপা পড়ে গ্রামটির ৬০টির বেশি বাড়ি।

পরে ২০১৯ সালেও ভারী বৃষ্টিতে পরপর বেশ কয়েকটি ভূমিধস হয়। এতে রেললাইলের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সিচুয়ান প্রদেশটি ভূমিকম্পপ্রবণও। ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজারের বেশি মানুষ মারা যায়। এর মধ্যে ৫ হাজার ৩৩৫ জন স্কুলশিক্ষার্থী।