লাইয়ের যুক্তরাষ্ট্র সফরের জেরে তাইওয়ান ঘিরে চীনের মহড়া শুরু

  • তাইওয়ান বলছে, এ ধরনের মহড়া উসকানিমূলক।

  • চীন বলেছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পদক্ষেপ নেবে তারা।

মহড়ায় অংশ নেওয়া চীনের যুদ্ধবিমান। গতকালের ছবি।
রয়টার্স ফাইল

তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাইয়ের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে উত্তেজনা নতুন মোড় নিল। গতকাল শনিবার তাইওয়ানের আশপাশে মহড়া শুরু করেছে চীন। একই সঙ্গে এ ভূখণ্ড ঘিরে টহল শুরু করেছে চীনের সেনাবাহিনী।

এই মহড়া শুরুর পর চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়াকে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র শি ই জানিয়েছেন, তাইওয়ানকে ঘিরে চীনের নৌবাহিনী ও বিমানবাহিনী মহড়া শুরু করেছে। এ ছাড়া চীনের সেনাবাহিনী সমুদ্র ও আকাশপথে টহল শুরু করেছে।

বেশ কিছুদিন ধরে তাইওয়ান ইস্যুকে গুরুত্ব দিচ্ছে চীন। তাইওয়ান নিজেকে স্বাধীন মনে করলেও এই অঞ্চলকে নিজেদের অংশ মনে করে চীন। এ ছাড়া চীনের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়েছে, প্রয়োজন হলে শক্তি প্রয়োগ করে এলাকাটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে।

তবে এই ভূখণ্ড ঘিরে সর্বশেষ উত্তেজনা দেখা গিয়েছিল গত বছরের শেষ দিকে। ওই সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন। ওই সফরের আগে কড়া সতর্কবার্তা দিয়েছিল চীন। তবে সেই বার্তা অগ্রাহ্য করেই তাইওয়ান সফর করেছিলেন তিনি। এই সফরের পরপরই সক্রিয় অস্ত্র নিয়ে তাইওয়ান প্রণালিতে মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। সেই সময় তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন এবং তাইওয়ানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মহড়া চালানো হয়। চীনের ওই মহড়ার কারণে তাইওয়ান প্রণালিতে জাহাজ চলাচল যেমন বন্ধ ছিল, তেমনি তাইওয়ানে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো তাদের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়। এভাবে রীতিমতো তাইওয়ানকে বিচ্ছিন্ন করে ফেলেছিল চীন।

এবার উইলিয়াম লাই প্যারাগুয়ে যাওয়ার পথে যুক্তরাষ্ট্র সফর করেন। এই সফরকে ঘিরে কঠোর বার্তা দিয়ে চীন বলেছিল, এর সমুচিত জবাব দেওয়া হবে। এরপর গত শুক্রবার তাইওয়ানে ফেরেন লাই। গতকাল মহড়া শুরু করল চীন।

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৪২টি যুদ্ধবিমান প্রবেশ করে গতকাল। আশপাশে রয়েছে যুদ্ধজাহাজ।

লাই নিউইয়র্ক সফরে গেলে তাঁকে সমস্যা সৃষ্টিকারী হিসেবে আখ্যা দিয়েছিল চীন। গতকাল সেই কথা আবারও বলা হলো। বেইজিং বলেছে, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য পদক্ষেপ নেবে তারা।

চীনের এই মহড়ার নিন্দা জানিয়েছে তাইওয়ান। তারা বলছে, এ ধরনের মহড়া অযৌক্তিক ও উসকানিমূলক। মহড়া শুরুর পর তাইওয়ানের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের আকাশসীমায় গতকাল সকাল নয়টার দিকে ৪২টি যুদ্ধবিমান প্রবেশ করেছে। এই মহড়ায় চীনের আটটি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাইওয়ান প্রণালির শূন্যরেখায় প্রবেশ করেছিল চীনের ২৬টি যুদ্ধবিমান।

এদিকে তাইওয়ানের আকাশসীমায় প্রবেশের কথা সরাসরি না বললেও চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, তাইওয়ান দ্বীপের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ ও জলসীমায় মহড়া চালানো হয়েছে। আকাশ ও সাগরে শান্তি বজায় রাখতে এবং যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরীক্ষার অংশ হিসেবে চীনের বাহিনীর সক্ষমতা পরীক্ষার জন্য এই মহড়া চালানো হচ্ছে।