চীনের মধ্যাঞ্চলে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে এ ঘটনা ঘটে।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া এ কথা জানিয়েছে।
শিশুদের ওই বেসরকারি বিদ্যালয়ে নার্সারি ও প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা পড়ে।
অগ্নিদগ্ধ একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় বিদ্যালয়ের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
সিনহুয়া জানায়, কর্তৃপক্ষ আগুন লাগার কারণ, হতাহতদের নাম–পরিচয় কিছুই জানায়নি।
চীনে প্রায়ই আগুন লেগে প্রাণহানির ঘটনা ঘটে। গত বছরের নভেম্বরে শাংসি প্রদেশের লুলিয়াং শহরের একটি অফিস ভবনে আগুন লেগে ২৬ জনের মৃত্যু হয়।
এর আগে গত বছরের এপ্রিলে বেইজিংয়ে একটি হাসপাতালে আগুন লাগে। এতে অন্তত ২৯ জনের প্রাণ যায়। তাঁদের বেশির ভাগই রোগী।