যাঁরা একা থাকেন আবার স্থায়ী কোনো সম্পর্কে জড়াতে চান না, তাঁদের জন্য সঙ্গীর ব্যবস্থা করে দেবে চীনা একটি অনলাইন পোর্টাল। এই পোর্টাল থেকে এক দিনের জন্য সঙ্গী ভাড়া নেওয়া যাবে। সময় কাটানো যাবে তাঁর সঙ্গে।
চীনা অনলাইন পোর্টাল ৮৯ওয়াইএন ডটকম থেকে এক হাজার ইউয়ান (চীনা মুদ্রা) বা ১৪৫ মার্কিন ডলারের বিনিময়ে এক দিনের জন্য সঙ্গী ভাড়া নেওয়া যাবে।
চীনা ভাষার সংবাদমাধ্যম চাও নিউজের একজন সাংবাদিক নিজের পরিচয় গোপন রেখে অনলাইন পোর্টালটিতে নিজ নামে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। পরে সেই অ্যাকাউন্ট থেকে একজন প্রেমিকা ভাড়া চান তিনি। দ্রুতই ওই পোর্টালের পক্ষ থেকে তাঁর সঙ্গে উইচ্যাটে যোগাযোগ করেন মুমু নামের এক নারী (ছদ্মনাম)। মুমু জানান, তিনি ওই সাংবাদিকের এক দিনের সঙ্গী হতে ইচ্ছুক।
মুমু আরও জানান, তাঁর বয়স ২৯ বছর। চীনের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন। পড়াশোনা শেষে ভালো একটি চাকরিও করছেন। ভালো বেতনও পান। অবসর সময়ে কিংবা ছুটির দিনে এই অনলাইন পোর্টাল থেকে একাকী মানুষদের সঙ্গী হিসেবে ভাড়ায় কাজ করেন। এতে তাঁর বাড়তি উপার্জন হয়।
মুমুর দৈনিক এক হাজার ইউয়ানের বিনিময়ে কাজ করেন। তাঁকে আগাম দিতে হয় ৫০০ ইউয়ান। আর ভাড়া নেওয়া সঙ্গীর সঙ্গে ভ্রমণ করতে চাইলে আরও ৩৫০ ইউয়ান দিতে হবে। যদি কেউ প্রথমে ছবি দেখে সঙ্গী ঠিক করতে চান, তাহলে তাঁকে ২০ ইউয়ান দিতে হবে।
মুমু ওই সাংবাদিককে জানান, নববর্ষ, মে দিবসের মতো ছুটির দিনে কিংবা উৎসবের সময়ে বুকিং দিতে হয়। বাড়তি অর্থও গুনতে হয়। তখন দিনপ্রতি ২ হাজার ৫০০ ইউয়ান বা ৩৬০ ডলার নেন মুমু।
মুমু বলেন, প্রতি ১ হাজার ইউয়ান আয় করলে তাঁর কমিশন থাকে ২০০ ইউয়ান। এভাবে এক বছরে ১০ হাজার ইউয়ান পর্যন্ত কমিশন পান তিনি।
মুমু ওই সাংবাদিককে বলেন, তাঁকে যাঁরা ভাড়া নেন, তাঁদের বেশির ভাগই অবিবাহিত পুরুষ। তাঁদের অনেকেই মুমুকে প্রেমিকা হিসেবে অভিভাবকদের সঙ্গে কিংবা বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। হাতে হাত রেখে হাটেন। কেউবা বিয়ের পোশাক পরিয়ে ছবি তোলেন। কেউবা তাঁর সঙ্গে সাজানো বিয়ের আসরেও বসেন।
আবার এমন অনেকে রয়েছেন, যাঁরা গরিব। গ্রামে থাকেন। তাঁরা শুধুই সময় কাটাতে চান। ছবি তোলায় তাঁদের আগ্রহ নেই। এমনই বিচিত্র অভিজ্ঞতা জমেছে মুমুর ঝুলিতে।
চীনে তরুণ-তরুণীদের মধ্যে বিয়ে করার আগ্রহ কম। অনেকে প্রেমের সম্পর্কেও জড়াতে নারাজ। দেশটিতে এমন মানুষদের মধ্যে সঙ্গী ভাড়া নেওয়ার প্রবণতা ক্রমশ বাড়ছে। এ জন্য চীনজুড়ে অনলাইনভিত্তিক এই ব্যবসা জমে উঠেছে।