চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ কেউ ঠেকাতে পারবে না: সি চিন পিং

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। 

খ্রিষ্টীয় বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গতকাল মঙ্গলবার সি চিন পিং এ কথা বলেন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করে। 

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসাবে দাবি করে থাকে চীন। সেই সঙ্গে তাইওয়ানের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রয়োজনে শক্তি প্রয়োগ থেকে পিছপা না হওয়ার কথাও জানিয়েছে বেইজিং।

ভাষণে চীনের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এ রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না। কেউ আমাদের মাতৃভূমির পুনরেকত্রীকরণের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথের কয়েক সপ্তাহ আগে তাইওয়ান নিয়ে এমন কড়া বার্তা দিলেন সি চিন পিং।

তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বিরোধ বেশ পুরানো। যদিও চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করা তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র, তবে তাইওয়ান হলো ওয়াশিংটনের অন্যতম কৌশলগত মিত্র এবং অস্ত্রের সবচেয়ে বড় জোগানদাতা। 

ওয়াশিংটন কখনোই আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে বেইজিংয়ের অংশ হিসেবে স্বীকার করেনি। অনানুষ্ঠানিকভাবে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখলেও যুক্তরাষ্ট্র আবার ‘এক চীন নীতি’র সমর্থক।