চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। গতকাল বৃহস্পতিবার মার্কিন যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়ার এ ঘটনাকে রুটিন কার্যক্রম বলছে ওয়াশিংটন। তবে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।
সাম্প্রতিক কয়েক বছরে দফায় দফায় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের তাইওয়ান প্রণালি পাড়ি দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও কানাডার মতো দেশেরও যুদ্ধজাহাজ বিতর্কিত এ জলসীমা পাড়ি দিয়েছে। চীন এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কারণ, স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে বেইজিং।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, আর্লেগ বার্গ শ্রেণির ক্ষেপণাস্ত্রবিধ্বংসী যুদ্ধজাহাজ চুং-হুন রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র যে বদ্ধপরিকর, সেটা দেখানোর জন্য তাইওয়ান প্রণালিতে চুং-হুনের এই সমুদ্রযাত্রা।
বিবৃতি দিয়ে এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে চীনের রাষ্ট্রদূত লিউ পেনজিউ। তিনি বিবৃতিতে বলেন, চীন এর তীব্র বিরোধিতা করছে। সমস্যা তৈরির এ চেষ্টা, উত্তেজনা বাড়ানো এবং শান্তি ও স্থিতিশীলতা নষ্টের জন্য করতে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানাচ্ছে যুক্তরাষ্ট্রকে।
রাষ্ট্রদূত লিউ পেনজিউ আরও বলেন, ‘নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে স্বাধীন চলাচলের নামে যুক্তরাষ্ট্র হামেশাই যুদ্ধজাহাজের এমন মহড়া চালায়। এটাকে এই অঞ্চলকে স্বাধীন ও মুক্ত রাখার চেষ্টা বলে না। সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সদা সতর্ক এবং যেকোনো উসকানি ও হুমকি মোকাবিলায় প্রস্তুত আছে।