চীনা অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন জ্যাক মা

জ্যাক মা
জ্যাক মা

চীনা তথ্যপ্রযুক্তির বৃহৎ আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের নিয়ন্ত্রণ ছাড়ছেন প্রতিষ্ঠাতা জ্যাক মা। চায়না টেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ গত শনিবার এ তথ্য জানিয়েছে। সম্প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থাগুলোর বিভিন্ন কঠোর পদক্ষেপের পর নিজ প্রতিষ্ঠিত ব্যবসার নিয়ন্ত্রণ থেকে সরে আসছেন তিনি। শেয়ারহোল্ডারদের সিদ্ধান্ত অনুযায়ী, খুব শিগগির প্রতিষ্ঠানটির শেয়ার দফায় দফায় হস্তান্তর হবে। এ প্রক্রিয়া শেষ হলে কোম্পানির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার মতামত দেওয়ার একক ক্ষমতা থাকবে না।

এদিকে নিজ দেশে রোষানলে পড়ার পর থেকেই আড়ালেই আছেন চীনা ধনকুবের জ্যাক মা। সম্প্রতি তাঁকে দেখা গেছে, থাইল্যান্ডের এক রেস্তোরাঁয়। থাইল্যান্ডে দেখা যাওয়ার কয়েক ঘণ্টা পরই তাঁর প্রতিষ্ঠিত অ্যান্ট গ্রুপ জানিয়ে দেয়, কোম্পানির নিয়ন্ত্রণ ছাড়ছেন তিনি।

৩ হাজার ৭০০ কোটি আইপিওসমৃদ্ধ অ্যান্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘আলিপে’ বিশ্বের সবচেয়ে বড় মুঠোফোন পেমেন্ট কোম্পানি। দেশটিতে অর্থ, চেক বা ক্রেডিট কার্ডের চেয়েও বেশি লেনদেন হয় আলি পে’তে। এ ছাড়া অ্যান্ট গ্রুপের আরও বেশ কিছু অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে।

সাবেক ইংরেজি শিক্ষক জ্যাক মা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা। আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশ মালিকানাও তিনিই নিয়ন্ত্রণ করতেন। সেখান থেকে সরে আসার ঘোষণা বাণিজ্যিক জগতে একটি বড় ও গুরুত্বপূর্ণ ঘটনা। অ্যান্ট গ্রুপের ৫০ শতাংশের বেশি শেয়ারের মালিক জ্যাক মা। ২০২০ সালের শেষের দিকে নানা ঘটনার পরিপ্রেক্ষিতে অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন ডলারের আইপিও হঠাৎ বন্ধ হয়ে যায়, ফলে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানটিকে পুনর্গঠনের দিকে ঠেলে দেয়। অ্যান্ট গ্রুপ জানিয়েছে, তাদের পরিচালনা কাঠামোয় পরিবর্তনের পর মাত্র ৬ শতাংশ অংশের নিয়ন্ত্রণ থাকবে জ্যাক মার কাছে।