বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য কত রকম পুরস্কারই না থাকে। কিন্তু সম্প্রতি চীনে একটি হাফ-ম্যারাথনে বিজয়ীদের জন্য যেসব পুরস্কার রাখা হয়েছে, তা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কারণ, প্রতিযোগিতার আয়োজকেরা যে পুরস্কার হিসেবে রেখেছেন আস্ত একটি গরু। সেই সঙ্গে আছে মাছ, মুরগি আর হাঁস।
অপ্রচলিত এই পুরস্কার ঘোষণা করে নিজেদের উদ্দেশ্যে দারুণ সফল হয়েছেন আয়োজকেরা। পুরস্কারের নাম শুনে জনমনে ভীষণ আগ্রহের জন্ম হয়েছে। অনেককেই ওই প্রতিযোগিতায় বেশ আগ্রহের সঙ্গে অংশ নিতে দেখা যায়।
৩ ডিসেম্বর স্থানীয় একটি পত্রিকার খবরে বলা হয়, জিলিন প্রদেশের চ্যাংচুনের নং’এন কাউন্টিতে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা দুই ভাগে অনুষ্ঠিত হয়। একটি ছিল হাফ-ম্যারাথন এবং অন্যটি পাঁচ কিলোমিটার দৌড়।
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, হাফ–ম্যারাথনে সবার আগে দৌড় শেষ করা ৫০ জন অর্থ ও অন্যান্য পুরস্কার পাবেন। চ্যাম্পিয়ন পাবেন একটি গরু এবং দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী পাবেন দামি প্রাকৃতিক মাছ।
চতুর্থ থেকে ২০তম প্রতিযোগী পাবেন হাঁস ও মোরগ। ৩০তম প্রতিযোগীর পর থেকে বাকিরা পাবেন ১০ কেজি চাল অথবা গমের আটা।
প্রতিযোগিতায় যিনি প্রথম পুরস্কার পাবেন, তিনি গরু বা গরুর পরিবর্তে ছয় হাজার ইউয়ান নিতে পারবেন। যা বাংলাদেশি প্রায় এক লাখ টাকা।
স্থানীয় কৃষির প্রতি মানুষের আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব পুরস্কার বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আয়োজকেরা বলেন, অনন্য এসব পুরস্কারের জন্যই বহু মানুষ এ প্রতিযোগিতা নিয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। প্রতিযোগিতায় অংশ নিতে নাম নিবন্ধন করতে আসা মানুষের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
চীনে মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ছে। মানুষ স্বাস্থ্যকর জীবনযাপনের দিকে ঝুঁকছেন। ফলে ম্যারাথনের মতো প্রতিযোগিতার সংখ্যা এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সংখ্যা—দুই–ই বাড়ছে।
‘২০২৩ চীনা রোড রানিং রেস ব্লু বুক’–এর পরিসংখ্যান অনুযায়ী, গত বছর চীনজুড়ে ৬২২টি ম্যারাথন ও হাফ–ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।