কাবুলে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালেবান
এএফপি ফাইল ছবি

আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে চীন। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। এরপর কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে প্রথম দেশ হিসেবে আফগানিস্তানে রাষ্ট্রদূত নিয়োগ দিল চীন।

গত বুধবার কাবুলে আয়োজিত এক অনুষ্ঠানে তালেবান সরকারের কাছে নিজের পরিচয়পত্র তুলে ধরেন চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত ঝাও জিন। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, চীন ও আফগানিস্তানের মধ্যে এই সহযোগিতা অব্যাহত থাকবে। আফগানিস্তানের প্রতি চীনের নীতি স্পষ্ট ও সংগতিপূর্ণ।