চীনে গত জুলাই মাসের শেষ দিকে নতুন করে করোনার সংক্রমণ ছড়ায়। তারপর থেকে প্রথমবারের মতো স্থানীয়ভাবে করোনার সংক্রমণশূন্য একটি দিন দেখল দেশটি। আজ সোমবার চীনের স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
চীনের স্বাস্থ্য বিভাগ বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে স্থানীয়ভাবে কেউ নতুন করে করোনায় সংক্রমিত হয়নি। ফলে, চীনে গত জুলাইয়ে নতুন করে করোনার যে সংক্রমণ শুরু হয়েছিল, তা নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গত ২০ জুলাই চীনের পূর্বাঞ্চলের নানজিং শহরের বিমানবন্দরের কিছু কর্মীর মধ্যে করোনা শনাক্ত হয়েছিল। সেখান থেকে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। এ দফায় চীনে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের করোনা শনাক্ত হয়।
চীনে নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর তা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয় স্থানীয় কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় জারি করা হয় লকডউনসহ বিভিন্ন বিধিনিষেধ।
করোনার বিস্তার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় গণহারে লাখ লাখ মানুষের পরীক্ষা করা হয়। সংক্রমিত ব্যক্তিদের শনাক্তের পর তাদের পৃথক করে চিকিৎসা করা হয়। তবে চীনে এই দফার সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহ থেকেই চীনে স্থানীয়ভাবে করোনার সংক্রমণের হার এক অঙ্কে নেমে আসে।
তবে সাংহাইয়ের একটি বিমানবন্দরের কিছু কর্মীর শরীরে সম্প্রতি করোনা শনাক্ত হয়। এতে শহরটিতে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়া নিয়ে আশঙ্কা তৈরি হয়। এ আশঙ্কা থেকে শত শত মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়।
চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে এখন পর্যন্ত দেশটিতে ৯৪ হাজার ৬৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে দেশটিতে করোনায় ৪ হাজার ৬৩৬ জনের মৃত্যু হয়েছে।